মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
ফুটবল
লেস্টার ছেড়ে বাংলাদেশি হামজা এখন শেফিল্ডে
Published : Tuesday, 28 January, 2025 at 6:00 AM, Count : 264

বর্তমান ডেস্ক: ইতালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো গেল রবিবারই জানিয়েছিলেন লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য যে শেফিল্ড ইউনাইটেড হচ্ছে সেটাও তিনি জানিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার তার কথা রূপ নিয়েছে বাস্তবতায়। শেফিল্ড ইউনাইটেডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় হামজা নিশ্চিত করেন তার নতুন ঠিকানার।

আপতত মৌসুমের বাকি সময়টা হামজা শেফিল্ডে যোগ দিয়েছেন ধারে। তবে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়নশিপের এই ক্লাবের সুযোগ আছে হামজাকে স্থায়ীভাবে দলে যোগ করার।

হামজার এই দলবদলের পেছনে বড় অবদান শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের। ওয়ার্টারফোর্ডে তার অধীনে খেলার অভিজ্ঞতা আছে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের। দু’জনের যুগলবন্দী আবারও শেফিল্ডে জমে উঠার ভাবনা নিয়েই প্রিমিয়ার লিগ ছেড়ে যোগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপের দলটাতে।

“গেল কিছু দিন থেকেই এটা নিয়ে কথা হচ্ছিল, আমি বেশ খুশি এখানে আসতে পেরে এবং প্রস্তুত নতুন অধ্যায় শুরু করতে। ওয়ার্টারফোর্ডে কোচের সঙ্গে কিছু দিন কাজ করার অভিজ্ঞতা হয়েছিল আমার। সময়টা খুবই কম হলেও আমি বেশ উপভোগ করেছিলাম। সে যখন আমাকে ফোন করেছিলো তখন আমার উত্তর ছিল একটাই। ।”

হামজাকে পেয়ে শেফিল্ডও দারুণ খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে দিচ্ছে একের পর এক পোস্ট। তাকে স্বাগত জানাতে প্রথম পোস্টে শেফিল্ডের জার্সি পরা এক ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, “বাংলাদেশি ব্লেড” । ব্লেড যোগ কারণ অবশ্য শেফিল্ড ইউনাইটেডের নিকনেম দ্য ব্লেডস।

এরপর তারা দিয়েছে আরও একটা পোস্ট। যেখানে হামজার হাসিমাখা এক ছবির পেছনে বাংলাদেশের পতাকা দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, “জয়ের মানসিকতা’।

ফেব্রুয়ারির এক তারিখ ডার্বি কাউন্টির সাথে ম্যাচ শেফিল্ডের। সে ম্যাচ দিয়ে দলটির জার্সিতে হামজার অভিষেক হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তার দল শেফিল্ড আছে বেশ ভালো অবস্থানেই। চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে। সেরা দুইয়ে থেকে শেষ করতে পারলে তাদের সামনে সুযোগ আছে আবারও প্রিমিয়ার লিগে ফেরার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]