বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
Published : Sunday, 9 February, 2025 at 6:00 AM, Update: 09.02.2025 6:17:08 PM, Count : 165

বর্তমান প্রতিবেদক: পূর্বশত্রুতার জেরে রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে এখনও চলছে।

এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের এক সহপাঠীকে মারধর করে, খবর পেয়ে সিটি কলেজে যায় তারা। পরে তাদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ শুরু হয়।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com