বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বাকেরগঞ্জে কলেজ কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির নাম প্রস্তাব
Published : Tuesday, 11 February, 2025 at 6:00 AM, Count : 195

বরিশাল ব্যুরো : বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এতে বিধি অনুযায়ী কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তালিকা জমা দেওয়া হয়েছে। তাতে সভাপতি পদে চরামদ্দি ইউনিয়ন নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের বর্তমান সভাপতি মামুনর রশিদ সোহাগ এবং সদস্য পদে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খবির হাওলাদারের নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সংক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কমিটির সাবেক সদস্য হেমায়েত হাওলাদার বলেন, অধ্যক্ষকে কমিটি গঠনের জন্য পরামর্শ দিয়েছিলেন উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু শিকদার। অথচ অধ্যক্ষ সেই পরামর্শ না শুনে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। এটা খুবই পরিতাপের বিষয়। মূলতঃ অধ্যক্ষ মজিবর রহমান নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেতা। সেই কারণেই তিনি স্বগোত্রকে এখনো প্রতিষ্ঠা করার মিশনে ব্যস্ত।
অধ্যক্ষ মজিবর রহমান রাজাকে ফোন করা হলে তিনি ছাত্রলীগ-আ.লীগ নেতাদের নাম দিয়ে প্রস্তাবনার সত্যতা স্বীকার করে বলেন, আপনি (সাংবাদিক সাহেব) কোথায় আছেন। আপনার অফিসের ঠিকানা বলুন। আমি খবির ভাইকে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই। আপনাকে পাঁচ হাজার টাকা খরচা দিব।
এ ব্যাপারে বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা বলেন, আমি ছুটি ছিলাম তাই অভিযোগটি আমি এখনো দেখিনি। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com