শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
রাজধানীর বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 325

বর্তমান প্রতিবেদক : ভর্তি কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে। গতকাল শনিবার সকাল থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আজ ভর্তি ফরম বিতরণ শুরু করবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। তবে রাজধানীর ৩৫টি সরকারি হাইস্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৩০ নভেম্বর থেকে।

অনলাইনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম পাওয়া যাচ্ছে। ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যে কোনো সময় আবেদন করা যাবে। ফরম ডাউনলোড করে পূরণ শেষে সাবমিট করতে হবে। ভর্তি ফি পাঠাতে হবে বিকাশের মাধ্যমে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইটে (.ািহংপ.বফঁ.নফ) দেয়া হয়েছে।

এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজে আজ নার্সারি-কেজিসহ প্রাথমিক স্তরের ভর্তি ফরম বিতরণ শুরু হওয়ার কথা। ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাক-প্রাথমিক স্তর ও প্রথম শ্রেণির এবং ২০ ডিসেম্বর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির ফরম জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (.িষিভংপ.বফঁ.নফ) পাওয়া যাবে। ভর্তি ফরমের জন্য বাংলা মাধ্যমে ২০০ টাকা নেয়া হলেও ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ৫০০ টাকা নেয়া হচ্ছে।

গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আবেদন ফরম বিতরণ। প্রথম শ্রেণির আবেদনপত্র বিতরণ শেষ হবে ২২ নভেম্বর। অন্যান্য শ্রেণিতে ফরম বিতরণ শেষ হবে ১৩ ডিসেম্বর। বিস্তারিত তথ্য স্কুলের নোটিস বোর্ডে পাওয়া যাবে।
মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভর্তির আবেদন ফরম ছাড়বে ১৫ নভেম্বর। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে ১৫ নভেম্বর ফরম বিতরণ শুরু হবে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।    



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com