শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশে সতর্ক থাকুন : র‍্যাব ডিজি
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 186

বর্তমান প্রতিবেদক: জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, জাতির আগ্রহের কেন্দ্রবিন্দু এখন জঙ্গিরা। তাদের বিষয়ে সবাই জানতে চায়। তবে তাদের ব্যাপারে কোনো তথ্য পেলেই তা প্রচার করা বা ছেপে দেয়া যাবে না। যাচাই-বাছাইয়ের পর জঙ্গিবিষয়ক সংবাদ প্রকাশ করা উচিৎ। অন্যথায় জাতি বিভ্রান্ত হবে।  শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে র‍্যাবপ্রধান বলেন, এমন কোনো নিউজ করা যাবে না যাতে জঙ্গিরা সুযোগ পেয়ে যায়। মনে রাখবেন সবার আগে দেশ বড়। বেনজির বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ২৬ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। এতে তাদের শক্তিক্ষয় হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে জঙ্গিদের কী ধরনের ক্ষতি হয়েছে এবং তারা কেমন চাপে আছে, আমরা তা মূল্যায়ন করছি।
 
তিনি বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর মানুষের উদ্বেগ বেড়েছে। বিষয়টি সামনে রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। গরুর হাট, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির সময় নগরীর বিভিন্ন পশুর হাট নির্দিষ্ট এলাকা ছাড়িয়ে রাস্তায় চলে আসায় যানজট সৃষ্টি হয়। এবার কোরবানির পশুর হাট যেন সড়কে চলে না আসে সেদিকে নজর রাখা হবে বলেও জানান র‍্যাবপ্রধান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com