শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
বেতন-বোনাসের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 276

বর্তমান প্রতিবেদকঃ তিন মাসের বকেয়া বেতন ও কোরবানি ঈদের বোনাসের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে হানিওয়েল টেক্সটাইল অ্যান্ড ওভেন লিমিটেডের শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রায় দু’শতাধিক শ্রমিক এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গার্মেন্ট মালিকপক্ষ ও বিজিএমই নেতারা শ্রমিকদের পাওয়া মিটিয়ে দেয়ার দেন-দরবার করছিল বলে জানা গেছে। এ দিকে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য পোশাকশিল্প এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনি ও রোববার খোলা থাকার কথা রয়েছে।

একই সঙ্গে বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্দরে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শুক্র ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের শুধু তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শনি ও রোববার খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। আর এ সময় সরকারি ছুটি থাকায় কার্যালয়ে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা দেয়ার জন্যও প্রজ্ঞাপনে পরামর্শ দেয়া হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com