শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
হলি আর্টিজান হামলায় আরও একজন শনাক্ত
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 243

বর্তমান প্রতিবেদকঃ গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় আরও একজনকে সনাক্ত করা হয়েছে। সনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম সোহেল মাহফুজ। তিনি গুলশানে জঙ্গি হামলায় ব্যবহারকৃত গ্রেনেডের প্রস্তুতকারী ও সরবরাহকারী হিসেবে কাজ করেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম এসব কথা জানান। মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় জড়িত সোহেল মাহফুজ নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

তিনি হামলায় ব্যবহারকৃত গ্রেনেডগুলোর প্রস্তুতকারী ও সরবরাহকারী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সোহেল জেএমবির পুরনো ধারার একজন শীর্ষ সদস্য ছিলেন। নিউ জেএমবি নামে জঙ্গিরা যেই নতুন তৎপরতা শুরু করেছে সেখানে সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়।

তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করেন। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। ১৮ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করে পুলিশ। অভিযানের আগে ও পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com