শিরোনাম: |
হলি আর্টিজান হামলায় আরও একজন শনাক্ত
|
![]() তিনি হামলায় ব্যবহারকৃত গ্রেনেডগুলোর প্রস্তুতকারী ও সরবরাহকারী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সোহেল জেএমবির পুরনো ধারার একজন শীর্ষ সদস্য ছিলেন। নিউ জেএমবি নামে জঙ্গিরা যেই নতুন তৎপরতা শুরু করেছে সেখানে সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করেন। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। ১৮ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করে পুলিশ। অভিযানের আগে ও পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। |