শিরোনাম: |
ভাটারায় দূর্বত্তদের গুলিতে ব্যবসায়ী আহত
|
![]() স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে তিনজন লোক পায়ে হেঁটে ওই দোকানে ঢুকেন। ওই সময় দোকানের মালিক জহির তখন ক্যাশে বসা ছিলেন। তারা দোকানে ঢুকেই পর পর কয়েক রাউন্ড গুলি করে এবং দুটি গুলি জহিরের উরু ও গোড়ালিতে লাগলে তিনি গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা তাকে গুলির পর দোকানের ক্যাশ লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে জহিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি জানতে পেরেছেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেননি। রিপোর্ট- কায়েস |