রবিবার ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
ভাটারায় দূর্বত্তদের গুলিতে ব্যবসায়ী আহত
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 220

বর্তমান প্রতিবেদকঃ রাজধানীর ভাটারা এলাকায় দূর্বত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নূরের চালার নূরে আজম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম জহির ইসলাম (২৮)। তিনি নুরের চালায় মাসুদ এন্টারপ্রাইজের মালিক। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আহত জহির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে তিনজন লোক পায়ে হেঁটে ওই দোকানে ঢুকেন। ওই সময় দোকানের মালিক জহির তখন ক্যাশে বসা ছিলেন। তারা দোকানে ঢুকেই পর পর কয়েক রাউন্ড গুলি করে এবং দুটি গুলি জহিরের উরু ও গোড়ালিতে লাগলে তিনি গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা তাকে গুলির পর দোকানের ক্যাশ লুট করে দ্রুত পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন এসে জহিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি জানতে পেরেছেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেননি।

রিপোর্ট- কায়েস 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com