বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
বরিশালের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল চিটাগং
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 309

ক্রীড়া প্রতিবেদক : জয়ের জন্য দরকার ১৬৪ রান। টি-২০ ক্রিকেটে বেশ চ্যালেঞ্জিং স্কোর। কিন্তু মিরপুরে চিটাগংয়ের দেয়া এমন টার্গেট মামুলি বানিয়ে ফেললো বরিশাল বুলস। ডেভিড মালান ও শাহরিয়ার নাফিসের বিধ্বংসি ব্যাটিং তাণ্ডবেই জয় পেল মুশফিক শিবির। বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে পরাজিত করেছে বরিশাল বুলস।

প্রথম ম্যাচে হারার পর টানা তৃতীয় জয় এটি বরিশালের। উল্টো চিত্র চিটাগংয়ের। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এরপর টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নিল তামিমের নেতৃত্বাধীন দলটি।

গতকাল টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং করে ৩ উইকেটে ১৬৩ রান। জবাবে বরিশাল দুই বল হাতে রেখে তিন উইকেটে পৌঁছে যায় জয়ের বন্দরে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাত রানের মাথায় জুশয়া কবকে হারিয়ে বিপদে পড়েছিল বরিশাল বুলস। ৯ বলে ছয় রান করে শুভাশিষ রয়ের বলে বোল্ড হন তিনি। তবে এরপর দলের হাল ধরেন দ্বিতীয় উইকেট জুটিতে মালান ও শাহরিয়ার নাফিস। এই জুটিই জয়কে জয়ের কাছাকাছি নিয়ে যায়। এই জুটি যোগ করে ১৫০ রান। দলীয় ১৫৭ রানের মাথায় বিদায় নেন নাফিস। ইমরান খানের বলে বোল্ড হওয়ার আগে নাফিস করে যান ৫৯ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস। যার মধ্যে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার। পরের বলেই আউট হন পেরেরা শূন্য রানে।
কিন্তু শেষটা ভালো মতোই করেছেন অধিনায়ক মুশফিক। স্মিথকে বাউন্ডারি হাঁকিয়ে দলকে পাইয়ে দেন দারুণ এক জয়। অপর প্রান্তে ৪৮ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন মালান। যেখানে তিনি হাঁকিয়েছেন তিনটি চার ও সাতটি ছক্কা। ৪ বলে দুই চারে ১০ রানে অপরাজিত থাকেন



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com