বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাব্বির
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 224

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের প্রথম সেঞ্চুরি এলো সাব্বির রহমানের ব্যাট থেকে। শুধু সেঞ্চুরি করেই ক্ষান্ত হননি। গড়লেন বিপিএলে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। বিপিএলে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে প্রথম বিপিএলে ঢাকার বিপক্ষে বরিশাল বার্নার্সের হয়ে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় দৈত্য ক্রিস গেইল। এতদিন এটাই ছিল বিপিএলে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

গতকাল রোববার মিরপুর শেরেবাংলায় রাজশাহী কিংসের হয়ে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির রহমান। সাব্বির রহমানের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি। মারমুখী এ ব্যাটসম্যান সেঞ্চুরি পূর্ণ করতেই ছক্কা হাঁকান ৮টি, চার ৬টি।

শেষ পর্যন্ত এ দিন ১২২ রানে গিয়ে থামে সাব্বিরের ব্যাটিং ঝড়। বরিশাল পেসার আল আমিন হোসেনের বলে মিডউইকেটে মিলানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাব্বির। ফেরার আগে ৬১ বলের এ ইনিংসে সাব্বির শেষ পর্যন্ত হাঁকিয়েছেন ৯টি চার ও ৯টি ছক্কা।
বিপিএলে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পূর্ণ করলেন সাব্বির।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com