শিরোনাম: |
মুক্তিযুদ্ধ
|
তন্ময় ওদের পরিবারের সবার ছোট ছেলে। পড়ে ক্লাস ফোরে। বড় ভাই রাজনীতি করার সুবাদে যুদ্ধের শুরুতেই ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি তখন বিএ ক্লাসের ছাত্র। মেজ ভাই এসএসসির ছাত্র হয়েও যোগ দিয়েছেন কাদেরিয়া বাহিনীতে। বাবা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। বাবা-মা তন্ময় ওর মেজ ও সেজ বোনকে নিয়ে আশ্রয় নিয়েছিল মধুপুরের ধনবাড়ী এলাকার বড়-বোনের গ্রামের বাড়িতে। বাবার সঙ্গে এ দন বাড়ি দেখতে এসেই পাকবাহিনী ও মুক্তিবাহিনীর এই মুখোমুখি যুদ্ধের মুখে পড়ে তন্ময়। টাঙ্গাইলের কালিহাতী থানার নগরবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির ছেলে সে। বাড়ির সামান্য দূরেই টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক। এই সড়ক থেকে একটি বড় রাস্তা তন্ময়দের বাড়ির সামনে দিয়ে নারান্দিয়া বাজার হয়ে গেছে অনেক দূরে। তন্ময়দের বাড়ি আর ভূঞাপুর সড়কের মাঝখানে মাটির রাস্তার পাশে ৪-৫ স্থানে বাংকার খুঁড়ে মুক্তিযোদ্ধারা পজিশন নিয়েছে। ওরা সবাই কাদেরিয়া বাহিনীর যোদ্ধা। রাস্তার পশ্চিম দিকে যেমন মুক্তিযোদ্ধারা বাংকার খুঁড়ে অবস্থান নিয়েছে, একইভাবে রাস্তার পূর্ব দিকেও পজিশন নিয়েছে আরও অনেক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের কাছে গোপন খবর ছিল পাকিস্তান সেনাবাহিনীর ৫-৭টি সাঁজোয়াযান এ পথেই ভূঞাপুর যাবে। ওই সেনা বহরে পাঞ্জাবি, পাঠান ও বেলুচ রেজিমেন্টের অর্ধশতেরও বেশি জওয়ান রয়েছে। সঙ্গে আছে |