বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
আজীবন সম্মাননা পেলেন গোলাম সারওয়ার
Published : Monday, 19 December, 2016 at 6:00 AM, Count : 184

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র, টেলিভিশন সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল করা সব মুখের উপস্থিতিতে ১৬তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হলো গত রোববার দর্শক-শ্রোতায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলো

দেশের জাতীয় দৈনিক টেলিভিশন মিডিয়ার বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে অ্যাওয়ার্ড প্রদান করা হয় জমকালো আয়োজন ঘিরে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয় বছর ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পেয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সংবাদপত্রের মাধ্যমে বিনোদন জগতে তার অবদান এবং অসামান্য ভূমিকার পরিপ্রেক্ষিতে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বরেণ্য সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বিশেষ অতিথি ছিলেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, সংগঠনের সভাপতি এনাম সরকার সাধারণ সম্পাদক তামিম হাসান জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে

প্রধান অতিথি আনিসুল হক বলেন, স্বপ্ন যে দেখেন না, তিনি কখনোই শিল্পী হতে পারেন না স্বপ্ন দেখতে হবে, তবেই তিনি একজন শিল্পী হিসেবে গড়ে উঠবেন ভালো শিল্পী মানুষকে আনন্দ দেন, বিনোদন দেন আর ভালো কাজের স্বীকৃতি একজন শিল্পীকে যেমন উত্সাহী করে তোলে; তার চেয়ে বেশি আরও দায়িত্বশীল হতে শেখায় ফলে সম্মাননা বিজয়ীদের অনুপ্রাণিত করবে আনিসুল হক টেলিভিশন জগতে তার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন তিনি আরও বলেন, একজন শিল্পী যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকেন, তখন তার পাশে অনেকে থাকেন শিল্পীর যখন জনপ্রিয়তা থাকে না তখন কেউ পাশে থাকেন না তিনি জানান, শিল্পীর পাশে ফাউন্ডেশন নামে একটি সংগঠন করা হয়েছে ফাউন্ডেশন শিল্পীদের পাশে থাকবে সব সময়

অনুভূতি প্রকাশ করে গোলাম সারওয়ার বলেন, পুরস্কার পেয়ে আমি অভিভূত গর্বিত একুশে পদকসহ অনেক পুরস্কার পেয়েছি তবে পুরস্কার আমার কাছে বিশেষ মর্যাদার

দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনের অবদানের কথা স্মরণ করেন গোলাম সারওয়ার বিশেষ করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দীনের মতো গুণী ব্যক্তিদের কথা স্মরণ করে তিনি বলেন, তারা দেশের সংস্কৃতি অঙ্গনকে নানাভাবে অনেক সমৃদ্ধিশালী করে গেছেন তাদের দেখানো পথে সামনে এগিয়ে যেতে হবে তাদের রেখে যাওয়া সম্মান ধরে রাখতে সিজেএফবি নেতাদের প্রতি তিনি আহ্বান জানান

সমকাল সম্পাদক আরও বলেন, চলচ্চিত্র নীতিমালার সংশোধন করতে হবে পুরাতন নীতিমালা আধুনিক করতে হবে গোলাম সারওয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com