বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
ভয়াবহ দূষণের কবলে রাজধানী
Published : Monday, 19 December, 2016 at 6:00 AM, Count : 188

ভয়ামত দূষণের কবলে পড়েছে রাজধানীর পরিবেশ পরিবেশ সংগঠনগুলোর জরিপ বলছে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে রাজধানীর চারপাশে অবস্থিত নদীগুলোর মাছসহ অন্যান্য জীবের অস্তিত্ব এখন বিপন্ন স্থানভেদে ঢাকার বিভিন্ন এলাকায় সহনীয় মাত্রার চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি শব্দ উত্পন্ন হচ্ছে এর মধ্যেই বসবাস করছে প্রায় কোটি মানুষ পরিবেশ মন্ত্রণালয়ের গবেষণা বলছে, ঢাকায় বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে পাঁচ গুণ বেশি অন্য এক জরিপ বলছে, দূষণের মাত্রা এতটাই বেশি যে, নদী-খালে মাছ বা প্রাণীও টিকতে পারছে না পরিবেশবাদীরা বলছেন, শহরের মাত্রাতিরিক্ত দূষণে মানুষের রোগবালাই বাড়ছে ব্যাপারে সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট মহলগুলো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার অন্য যে কোনো দূষণের চেয়ে বেশি হচ্ছে বায়ু দূষণ চিকিত্সকরা জানান, বায়ু দূষণের কারণে মানুষ প্রতিনিয়ত শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যানসার ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছেন নগরীর গুরুত্বপূর্ণ স্থান যাত্রাবাড়ী, সাত রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে চলায় আশপাশের এলাকা সব সময় ধূলিধূসর থাকছে এসব এলাকায় দিনের আলোতেও অল্প দূরত্বে কিছু দেখা যায় না বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, রাজধানীর বায়ু দূষণের প্রধান কারণ ধুলাবালি পৃথিবীর অন্য দেশগুলোতে উন্নয়ন কাজের সময় দূষণ রোধে উদ্যোগ নেয়া হলেও  আমাদের এখানে তা হয় না এসব বিষয়ে সিটি করপোরেশন সব সময় নীরব ভূমিকা পালন করে

গ্লোবাল এনভায়রনমেন্ট ইনডেক্স ২০১৪ অনুযায়ী বায়ু দূষণের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট দেশ বাংলাদেশ রাজধানী ঢাকা এর মধ্যে সবচেয়ে এগিয়ে বাতাসে কার্বনের গ্রহণযোগ্য সর্বোচ্চ পরিমাণ যেখানে ২৯০-৩০০ পিপিএস (পার্টস পার মিলিয়ন) মাত্রা হওয়ার কথা, সেখানে ঢাকার মাত্রা ৩৫০ পিপিএম পরিবেশবিদদের মতে, ঢাকার চারপাশে থাকা ইটভাটা, পুরনো মোটরগাড়ি থেকে নির্গত বিষাক্ত কালো ধোয়া, শিল্প কারখানা থেকে নির্গত ধোয়া, নতুন রাস্তা সংস্কারের কাজ, যত্রতত্র খোলা ডাস্টবিন থাকায় দিনকে দিন নগরীতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে

বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম আরও একটি কারণ শব্দ দূষণ অনিয়ন্ত্রিত শব্দ ঢাকাবাসীকে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রেখেছে স্বাভাবিক কারণেই এই শব্দ দূষণের মাত্রা গ্রামাঞ্চল থেকে শহরে বেশি এবং ঢাকা শহরে এর মাত্রা দেশের অন্যান্য শহরের তুলনায় অধিক দ্রুত নগরায়ণ শিল্প কারখানার ক্রমবিকাশের কারণে ঢাকা শহরে শব্দ দূষণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে অধিক ঘন বসতিপূর্ণ ঢাকা শহরের বিভিন্ন স্থানকে নানা কাজের জন্য (ব্যবসা, প্রতিষ্ঠান, অফিস, আবাসিক এলাকা, স্কুল-কলেজ ইত্যাদি) ব্যবহার করা হয় যা শব্দ দূষণের ভয়াবহতাকে বাড়িয়ে তুলছে শব্দের ইউনিট হিসাব করা হয় হার্টজ- মানুষের কান সাধারণ ১৫ থেকে ২০ কিলো হার্টজ শব্দ গ্রহণ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com