শিরোনাম: |
মেসি-নেইমারদের ছাড়াই ৭ গোল দিল বার্সা
|
সেইসঙ্গে সমষ্টিগতভাবে বার্সেলোনা ৮-১ গোলে জিতে টুর্নামেন্টের শেষ ষোলতেও জায়গা করে নেয়। শেষ ৩২-এ প্রথম লেগের ম্যাচটিতে বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছিল। তবে বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে কোনো পাত্তাই পেল না হারকিউলিস। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্দা তুরান। এছাড়া একটি করে গোল করেছেন লুকাস ডাইন, ইভান রাকিটিচ, রাফিনহা এবং পাকো আলকাসের। গত গ্রীষ্মে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে যোগ দেয়ার পর এ দিনই বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করলেন লুকাস ডাইন। গোল-খরা কাটিয়েছেন পাকো আলকাসেরও। দীর্ঘ ৫৭৬ মিনিট গোলহীন থাকার পর অবশেষে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেন তিনি। ভ্যালেন্সিয়া থেকে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কাতালান ক্লাবটিতে যোগ দেন আলকাসের। কিন্তু শেষ ১২ ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি। যে কারণে হতাশায় ভুগছিলেন আলকাসের। অবশেষে গোল-খরা কাটিয়ে উঠতে পেরে দারুণ সন্তুষ্ট এই ফরোয়ার্ড। শিষ্যদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সেলোনার কোচ লুইস এনরিকেও। এই জয়ের ফলে বড়দিনের ছুটিটা যে বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন তা আর বলার অপেক্ষা রাখে না। |