শিরোনাম: |
বিপুল ভোটে জয়ী আইভী
|
![]() ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ধানের শীষ প্রতীক৯৬ হাজার ৭শ’ ভোট মাজাহারুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে ফিরে সব জল্পনা-কল্পনা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২য় বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভী। ১৭৪টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ডা. আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭শ’ ভোট। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সকালে সাড়ে ৯টায় নগরের পশ্চিম দেওভোগের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভী। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ শহরে আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। তবে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা ছোট-খাট অভিযোগ করলেও লিখিত কোনো অভিযোগ জানাননি। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হওয়ায় প্রার্থী, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমদ। তিনি বলেন, নাসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণে নির্বাচন কমিশন (ইসি) ছিল বদ্ধপরিকর। ইসির পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আর তারাও সেভাবেই কাজ করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা অব্যাহত ছিল। গণতন্ত্রকে সুসংহত করতে এই নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম নাসিক নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জবাসীর পাশাপাশি সারাদেশের মানুষ ছিল ব্যাপক উদ্বেগ-উত্কণ্ঠায়। আগ্রহের কমতি ছিল না গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের। নগরীতে ছিল সাজ সাজ রব। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। সকাল ১০টার পর থেকেই নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নতুন প্রজন্মের ভোটাররাও অত্যন্ত আগ্রহ নিয়ে আগেভাগেই ভোটকেন্দ্রগুলোতে ভিড় জমান। প্রথমবারের মতো ভোট দিতে পারার আনন্দ ফুটে উঠেছিল তাদের চোখেমুখে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ জন মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাসিকে ২৭টি |