শিরোনাম: |
রোজারিওর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ধর্ম পালনকারীরা অন্যায় পদক্ষেপ নিতে পারে না
|
তিনি বলেন, ধর্মকে যথেচ্ছ ব্যবহার করে ধর্মকেই ছোট করা হয়। ধর্মের সম্মান বজায় রাখা স্ব স্ব ধর্মের সবার কাজ। ধর্ম যার যার, উত্সব সবার। বাংলাদেশের মানুষের সেই উদারতা আছে। খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য এটা আনন্দের দিন। একজন বাঙালি কার্ডিনাল হতে পেরেছেন। এখন পোপ হিসেবে প্রার্থী এবং ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন একজন বাঙালি। কার্ডিনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য যে দায়িত্ব পালন করে এসেছেন; তা করে যাবেন। খ্রিস্টান সম্প্রদায়কে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি। নিজের বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রের পক্ষে কাজ করার যথাযথ আইনগত সুযোগ ও পরিবেশ প্রত্যাশা করেন প্যাট্রিক ডি রোজারিও। বিশ্বের ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত ৯ অক্টোবর বাংলাদেশের প্যাট্রিক ডি রোজারিওসহ নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন। প্রথম বাংলাদেশি হিসেবে ১৯ নভেম্বর কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হন ৭৩ বছর বয়সী প্যাট্রিক রোজারিও। বিশপ শরত্ ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, বাংলাদেশ |