সোমবার ১২ মে ২০২৫ ২৯ বৈশাখ ১৪৩২
রোজারিওর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ধর্ম পালনকারীরা অন্যায় পদক্ষেপ নিতে পারে না
Published : Friday, 23 December, 2016 at 6:00 AM, Count : 148

বর্তমান প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম অতি পবিত্র বিষয় ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না তিনি বলেন, ধর্মের ভানকারীরাই সংঘাত সৃষ্টি করে প্রকৃত অর্থে ধর্ম পালনকারীরা অন্যায় পদক্ষেপ নিতে পারে না গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বড়দিন কার্ডিনাল প্যার্টিক ডি রোজারিওর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব বলেন

তিনি বলেন, ধর্মকে যথেচ্ছ ব্যবহার করে ধর্মকেই ছোট করা হয় ধর্মের সম্মান বজায় রাখা স্ব স্ব ধর্মের সবার কাজ ধর্ম যার যার, উত্সব সবার বাংলাদেশের মানুষের সেই উদারতা আছে খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য এটা আনন্দের দিন একজন বাঙালি কার্ডিনাল হতে পেরেছেন এখন পোপ হিসেবে প্রার্থী এবং ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন একজন বাঙালি কার্ডিনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য যে দায়িত্ব পালন করে এসেছেন; তা করে যাবেন খ্রিস্টান সম্প্রদায়কে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি

নিজের বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রের পক্ষে কাজ করার যথাযথ আইনগত সুযোগ পরিবেশ প্রত্যাশা করেন প্যাট্রিক ডি রোজারিও বিশ্বের ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত অক্টোবর বাংলাদেশের প্যাট্রিক ডি রোজারিওসহ নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন প্রথম বাংলাদেশি হিসেবে ১৯ নভেম্বর কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হন ৭৩ বছর বয়সী প্যাট্রিক রোজারিও

বিশপ শরত্ ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমান, মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ময়মনসিংহ- আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, বাংলাদেশ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com