মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
উন্নয়নের গুরুত্ব বুঝেছে নারায়ণগঞ্জবাসী - প্রধানমন্ত্রী
Published : Saturday, 24 December, 2016 at 6:00 AM, Update: 24.12.2016 6:12:23 PM, Count : 667

বর্তমান প্রতিবেদক : ডা. সেলিনা হায়াত্ আইভীকে মেয়র হিসেবে পুনর্নির্বাচিত করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নারায়ণগঞ্জের মানুষকে ধন্যবাদ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা সরকারের ধারাবাহিকতা যদি থাকে, তাহলে উন্নয়ন অব্যাহত থাকে। এ বিষয়টি নারায়ণগঞ্জের মানুষ বুঝতে পেরেছে। আইভী পুনর্নিবাচিত হওয়ায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প চালু করতে পারবেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ডা. সেলিনা হায়াত্ আইভী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পরদিন গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভোটারদের পাশাপশি নির্বাচন কমিশন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, নাসিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী। যারা এমনকি চলতে পারে না তারাও এসেছে আইভীতে একটি ভোট দেয়ার জন্য। তিনি বলেন, নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে। এই নির্বাচনে আমার একটাই নির্দেশ ছিল, নির্বাচনটা হতে হবে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ। সাধারণ মানুষ ভোটটা যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে। সেটা হয়েছে। তাই নির্বাচনের পর বিএনপি আর কথা খুঁজে পাচ্ছে না। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে মেয়র পদে স্থানীয় আওয়ামী লীগ যে তিন জনের নাম পাঠিয়েছিল তাতে আইভীর নাম ছিল না। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে আইভীকেই বেছে নেয়। প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল জনগণের প্রতি, বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষদের প্রতি যে সুযোগ পেলে তারা নৌকা মার্কায় ভোট দেবে, আইভীকে ভোট দেবে। প্রধানমন্ত্রী বলেন, আমি সারাদেশের উন্নয়ন করছি। নারায়ণগঞ্জে বন্দর উপজেলা থেকে জেলা সদরে সরাসরি সড়ক যোগাযোগের জন্য শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ বিষয়টি আমাদের বিবেচনায় আছে।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বিদেশিদের সহায়তা নিয়ে ক্ষমতায় এলেন। দেশের সম্পদ লুট করলেন। যাদের মন্ত্রী বানালেন, তারা রাজাকার। যুদ্ধাপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। জাতির কাছে তারা এখন মুখ দেখায় কীভাবে, সেটাই আমার প্রশ্ন। দুর্নীতি, লুটপাটের জন্য আমেরিকার এফবিআই এসে তার ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। তাতে তার সাজাও হয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। এখন মামলা ফেস করতে হিমশিম খাচ্ছেন। তিনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তবে মামলা ফেস করতে ভয় কীসের? তিনি কালোটাকা সাদা করেছেন। দুর্নীতি না করলে এত টাকা কোথায় পান?

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি-জামায়াত) মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত একটানা তারা মানুষ পুড়িয়ে মারলো। গাড়ি-ঘোড়া, লঞ্চ, ট্রেন- কিছুই বাদ যায়নি। সব জায়গায় আগুন দিয়ে তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ গাড়ি-ঘোড়া কিনে, তারা পুড়িয়ে দেয়। দেশবাসীর কাছে প্রশ্ন, তারা যে অপরাধ করেছে তার জন্য তাদের কী শাস্তি হওয়া উচিত?

তারা মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছে। মা তার মেয়েকে, স্ত্রী তার স্বামীকে, ছেলে তার বাবাকে মরতে দেখেছে। কলেজ ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারা হয়েছে। কাউকে বাদ দেয়নি। এদের বিরুদ্ধে মামলা হবে না কেন? বিরোধী দলে থাকতেই যারা এভাবে মানুষের ওপর নির্যাতন করে, ক্ষমতায় এলে তারা কী না করবে। এদের আবার ভোট চাওয়ার অধিকার কোথায়? বিএনপির নেতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের যে জনগণ ধরে পোড়ায় না সেটার জন্য শোকর করেন।

সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেসব অর্জন করেছিল, তা ২০০৮ সালে এসে আর পায়নি। ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর অনেক উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য বিজয়ী মেয়র ডা. সেলািনা হায়াত্ আইভী বলেন, আমার এ বিজয় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাকেসহ সব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে উত্সর্গ করছি। তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে। একনেকে অনুমোদন হলেই কাজ শুরু হয়ে যাবে।

মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতি পাবে বলে আশা করে সদ্য বিজয়ী মেয়র ডা. আইভী বলেন, উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। বিএনপির কেউ এলে তো তারা আগে লুটে খেতো। এর আগেও নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন আইভী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com