বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
নতুন কমিটির দাবিতে উত্তপ্ত ছাত্রদল
Published : Monday, 26 December, 2016 at 6:00 AM, Update: 26.12.2016 9:16:46 PM, Count : 301

এম. উমর ফারুক : বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আবার উত্তাপ ছড়িয়ে পড়ছে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে। মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের দাবিতে গতকাল সোমবার ঐক্যবদ্ধভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। আজ মঙ্গলবার তারা একই দাবিতে কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দিয়েছেন।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, গতকাল বেলা ১১টা থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রায় ৩০ জন নেতা এবং ২৫০-৩০০ কর্মী সমর্থক বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের তিন তলার কনফারেন্স রুমে ঘণ্টাব্যাপী অবস্থান নেন। সময় তারা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে ধরেন এবং বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

নেতাকর্মীরা জানান, এই দাবিগুলো দলীয় চেয়ারপারসনকে অবহিত করার জন্য বিজভী আহমেদকে অনুরোধ করেন। এরপর নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে অনির্ধারিত বৈঠকে মিলিত হন। সময়ে তারা বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নিজ নিজ বক্তব্যে তীব্র ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেন নতুন কমিটি গঠনের লক্ষ্যে তাদের করণীয় ঠিক করেন। 

বৈঠকে যুগ্ম সম্পাদক মেহেবুব মাসুম শান্ত বলেন, বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিভিন্ন তালবাহানা করে সময় নষ্ট করছে। সবাইকে বাদ দিয়ে শুধু দুজনই বার বার উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে সংগঠনের বারোটা বাজিয়ে দিয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না বলেন, তারা গাছের আগেরটাও খাবে আবার তলারটাও কুড়াবে। সংগঠনের বর্তমান নেতারা একই সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির নেতা আবার ছাত্রদলেরও নেতা। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আর দিন বাকি। কিন্তু কী হচ্ছে সেটা তারা জন ছাড়া কেউ জানে না। বৈঠক চলাকালীন সময়ে সংগঠনের দফতর সম্পাদককেও দফতর থেকে বের করে দেন।

ছাত্রদলের সহ সমাজসেবা সম্পাদক আসাদুজ্জামান বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি গত দুই বছরে কোনো তলবী সভা করেনি। এমনকী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য কোনো সভা ডাকেনি। তাই দ্রুত নতুন কমিটি দেয়া হোক। নতুন কমিটি আগামী দিনের আন্দোলন  সংগ্রামে পাশে থেকে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে।

এদিকে সকাল থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ আরেফীনকে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিতে দেখা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com