শিরোনাম: |
মাদারগঞ্জ বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি
|
![]() ![]() সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় চত্তরে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এ উপলক্ষে মাদারগঞ্জ আশেপাশের উপজেলার মুক্তিযোদ্ধাসহ প্রায় সাত হাজার বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসে বিদ্যালয়ের চত্তরে। বিদ্যালয় চত্তরে শতবর্ষ উদ্যাপন পরিষদের আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি ঢাকা রেঞ্জের অতির্তি ডিআইজি মো. মাহবুবর রহমান পিপিএমর সভাপতিত্তে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বক্তৃতা করেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ এর সম্পাদক জনাব নইম নিজাম,দৈনিক বতমান সম্পাদক মিজানুর রহমান, ময়মন সিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মন সিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আব্দুলাহ আল মামুন, জেলা প্রশাসক মো. সাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাদারগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভা মেয়র মো. মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, মাদারগঞ্জ-মেলান্দহের ভোটার আমার প্রভূ আর আমি তাঁদের চাকর । তাই আমি পাঁচ পাঁচ বার সাংসদ হতে পেরেছি। ভবিষ্যতেও আমি আমার ভোটারদের চাকর হয়ে থাকতে চাই। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এখন ছেলেদের সঙ্গে মেয়েরাও পালা দিয়ে পড়াশূনা করছে। বর্তমান সরকারও শিক্ষা দিক্ষায় নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে এসেছে। |