শিরোনাম: |
ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড়
|
![]() স্বর্ণের দোকানে গিয়ে দেখা গেছে, নানা মডেলের তৈরি নারীদের গলার মালা, ঝুমকা, কানের দুল, ডায়মন্ড কাট, লকেট, চেইন, চুড়ি, ব্রেসলেট ও দৃষ্টিনন্দন ফিঙ্গার রিঙসহ রং বেরঙের জিনিসপত্র। যা দেখেতে ভিড় করছেন মেলায় আগতরা। দর্শনার্থীদের আনাগোনায় ভরে উঠছে দোকানগুলো। পছন্দের গহনা পেয়ে খুশি তারা। এসব গহনা পাওয়া যাচ্ছে ৩০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকার মধ্যে। আবার ভারি গহনা কিনতে গেলে ওজন অনুযায়ী বাড়ছে দাম। মেলার শুরু থেকে ক্রেতা বাড়াতে বিক্রেতারাও রাখছেন নানা রকম অফার। এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। বাণিজ্যমেলার কন্ট্রোলরুম থেকে এসব ঘোষণা দেয়া হচ্ছে। সেখানে দেখা গেছে আগত মানুষের ভিড়। তারা বিভিন্ন তথ্য নিয়ে স্টলগুলো খুঁজে অফার অনুযায়ী পণ্যসামগ্রী কেনার চেষ্টা করছেন। একাধিক স্টল ঘুরে ক্লান্ত দর্শনার্থীদের অনেকেই মাঝে মধ্যে মেলার মধ্যে সাজিয়ে রাখা বিভিন্ন ফুলের পার্কের দুই পাড়ে বসে বিশ্রাম নিচ্ছেন। কারও হাতে পণ্যের একাধিক বোঝা, আবার কেউ কেউ শীতের আলতো রোদের তাপ নিচ্ছেন। সবমিলিয়ে কেনাকাটার পাশাপাশি বিনোদনও হচ্ছে দর্শনার্থীদের। |