শিরোনাম: |
শিগগিরই কক্সবাজার সমবায় টাওয়ারের নির্মাণকাজ শুরু হবে
থাকবে আধুনিক শপিংকমপ্লেক্স ও ফাইভ স্টার হোটেল
|
![]() গতকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে কক্সবাজার সমবায় টাওয়ার নির্মাণ প্রকল্পের বিস্তারিত বিষয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে কক্সবাজার সমবায় ব্যাংক কর্তৃপক্ষ এবং সানমুন স্টার গ্রুপ কর্তৃপক্ষ এ ব্যাপারে একমত পোষণ করেন। উভয়পক্ষের সম্মতিতে এবং পারস্পরিক সহযোগিতায় খুব শিগগিরই সমবায় টাওয়ারের নির্মাণকাজ শুরু করা হবে বলে বৈঠক সূত্রে জানা যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সানমুন স্টার গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক বর্তমান সম্পাদক ও প্রকাশক আলহাজ মিজানুর রহমান এবং কক্সবাজার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। |