শিরোনাম: |
কয়লাতে মৌসুমী হামিদ
|
![]() জায়গা নির্বাচন শেষ হলে শুরু হবে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ। সম্ভাব্য এ বছরের মার্চের দিকে কয়লার দৃশ্যধারণ শুরু হবে। ‘কয়লার গল্প নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘কয়লা হচ্ছে একটি জেলেপাড়ায় বড় হওয়া মেয়ের গল্প। যার নাম ময়না। সে শুঁটকি পল্লীতে কাজ করে মায়ের সঙ্গে। সেখানে তার ভালোবাসা, অপেক্ষা, জীবন যুদ্ধ নিয়ে এগিয়ে যায় গল্প।’ এছাড়াও মৌসুমী হামিদ বর্তমানে ব্যস্ত রয়েছেন টেলিভিশন নাটক নিয়ে। |