বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
প্রথম টেস্ট সিরিজ জয়ের একযুগ পার করল বাংলাদেশ
Published : Wednesday, 18 January, 2017 at 6:00 AM, Count : 251

ক্রীড়া প্রতিবেদক  : ১৮ জানুয়ারি ২০০৫। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে রচিত হয়েছিলো বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক অধ্যায়। জিম্বাবুয়েকে টেস্টে প্রথমবারের মতো হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। যার  নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গতকাল তার একযুগ পূর্তি হলো।  জিম্বাবুইয়ের বিপক্ষে ২০০৫ সালে চট্টগ্রামে ঘটেছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনা। সফরকারীদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের চট্টগ্রামে প্রথম টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেটিই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যাচ জয়। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটি ড্র হওয়ায় সেই সুবাদেই প্রথমবারের মতো সিরিজ জয়েরও স্বাদ পেয়েছিল সাদা পোশাকের টাইগাররা। ম্যাচ সেরা হয়েছিলেন বাংলাদেশের স্পিনার এনামুল হক জুনিয়র।  
প্রসঙ্গত, এখন পর্যন্ত ৪৮টি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশের জয় তুলে নিয়েছে তিনটিতে। ড্র করেছে ৫টি টেস্ট সিরিজ, আর হেরেছে ৪০টি টেস্ট সিরিজ। এর মধ্যে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সিরিজ জয়ের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। প্রথম টেস্ট সিরিজ জয় জিম্বাবুইয়ের বিপক্ষে ২০০৫ সালে। পরের টেস্ট সিরিজ জয় তারও প্রায় পাঁচ বছর পর। যেটি ছিল ওযয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের জুলাইয় মাসে। তৃতীয় টেস্ট সিরিজ জয় আবারও জিম্বাবুইয়ের বিপক্ষে। এবার ২০১৪ সালের নভেম্বরে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com