শিরোনাম: |
ডিজিটাল লিডার্স পলিসি সভায় প্রধানমন্ত্রী
উদীয়মান বৈশ্বিক জ্ঞানের অর্থনীতিতে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ
|
![]() এ সময় বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের রূপকল্প ২০২১ ও মেগা রূপকল্প ২০৪১ এর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার সংকল্প বাস্তবায়ন করতে চলেছি। আমরা চাই আমাদের লাখো তরুণ আধুনিক প্রযুক্তি ও প্রাযুক্তিক জ্ঞান-দক্ষতা রপ্ত করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখুক। আমাদের লক্ষ্য সমাজ এবং বাইরের বিশ্বের সঙ্গে আমাদের জ্ঞান ও প্রযুক্তিগত ব্যবধান কমিয়ে তাতে সেতুবন্ধন তৈরি করা। প্রযুক্তি ও তারুণ্যের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ দশক বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ হবে তারুণ্য। এখন আমাদের জনগোষ্ঠীর এক তৃতীয়াংশেরই বয়স ১০-২৪ বছরের মধ্যে। আমাদের জনগণ যে কোনো প্রযুক্তি সহজেই রপ্ত করতে পারে এবং এর সঙ্গে মানিয়ে নিতে পারে। এটা আমাদের এগিয়ে চলার পথকে আরও সহজ করছে। এখন বিশ্বের মধ্যে সেরা মোবাইল ব্যবহারকারী জনগোষ্ঠীর তালিকায় আমাদের জনগণ দশম। ৬ কোটিরও বেশি মানুষ অনলাইনে আছে, এদের বেশিরভাগই আবার স্মার্টফোন ব্যবহারকারী। |