শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
ডিজিটাল লিডার্স পলিসি সভায় প্রধানমন্ত্রী
উদীয়মান বৈশ্বিক জ্ঞানের অর্থনীতিতে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ
Published : Friday, 20 January, 2017 at 6:00 AM, Count : 317

বর্তমান প্রতিবেদক : প্রযুক্তি খাতে বাংলাদেশের কার্যক্রম ও অগগ্রতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন উদীয়মান বৈশ্বিক জ্ঞানের অর্থনীতিতে নিজের জায়গা করে নিচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সুইজারল্যান্ডের দাভোসের একটি হোটেলে ‘ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জবস’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে, হচ্ছে সহজতর। বিশ্বায়নের এ যুগে আমাদের নিশ্চিত করতে হবে, যেন প্রত্যেকেই বিশ্বের এই ইতিবাচক পরিবর্তনের সুফল পায়। এই যাত্রায় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রযুক্তি মানুষের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে সীমিত করার কারণ না হয়ে দাঁড়ায়।
এ সময় বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের রূপকল্প ২০২১ ও মেগা রূপকল্প ২০৪১ এর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার সংকল্প বাস্তবায়ন করতে চলেছি। আমরা চাই আমাদের লাখো তরুণ আধুনিক প্রযুক্তি ও প্রাযুক্তিক জ্ঞান-দক্ষতা রপ্ত করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখুক। আমাদের লক্ষ্য সমাজ এবং বাইরের বিশ্বের সঙ্গে আমাদের জ্ঞান ও প্রযুক্তিগত ব্যবধান কমিয়ে তাতে সেতুবন্ধন তৈরি করা।
প্রযুক্তি ও তারুণ্যের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ দশক বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ হবে তারুণ্য। এখন আমাদের জনগোষ্ঠীর এক তৃতীয়াংশেরই বয়স ১০-২৪ বছরের মধ্যে। আমাদের জনগণ যে কোনো প্রযুক্তি সহজেই রপ্ত করতে পারে এবং এর সঙ্গে মানিয়ে নিতে পারে। এটা আমাদের এগিয়ে চলার পথকে আরও সহজ করছে। এখন বিশ্বের মধ্যে সেরা মোবাইল ব্যবহারকারী জনগোষ্ঠীর তালিকায় আমাদের জনগণ দশম। ৬ কোটিরও বেশি মানুষ অনলাইনে আছে, এদের বেশিরভাগই আবার স্মার্টফোন ব্যবহারকারী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com