শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী আজ
Published : Thursday, 19 January, 2017 at 6:00 AM, Count : 316

শেখ রাজিয়া সূলতানা : মন্দা পরিস্থিতি ও নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে যেই সময়ে দেশের চলচ্চিত্রাঙ্গন দুঃসময় পার করছে সেই সময়ে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উত্সবটি দেশীয় চলচ্চিত্রকে পুনরুজ্জীবনে ভিন্নমাত্রা দান করেছে এটা নিঃসন্দেহেই বলা যায় উত্সবের ভেন্যুগুলোতে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় দেখে। দেখতে দেখতে পেরিয়ে গেল সময়ের, বিদায়ের পালা। আজ পর্দা নামছে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৭’র। এ উপলক্ষে আজ বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উত্সব সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দর্শকরা ছবি দেখা ছেড়ে দিয়েছে কিংবা আকাশ সংস্কৃতিক উন্মুক্ততায় ঢালিউড বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে এ খোঁড়া যুক্তিটিও এখন আর ধোপে টিকছে না আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ছয়টি ভেন্যুতে সিনেমানুরাগী দর্শকদের উপচেপড়া ভিড়ে। রেইনবো চলচ্চিত্র সংসদ বিগত ২৫ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আয়োজন করে আসছে। এবারের পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বাংলাদেশসহ প্রায় ৬৭টি দেশের ১৮৬টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার-সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাস সমূহের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্সব চলাকালীন সময়ে রাজধানীতে অবস্থান করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও চলচ্চিত্রবিষয়ক নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
উত্সবে এশিয়ান কমপিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্মমেকারস্ সেকশন-এ চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হয়েছে। উত্সবে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রয়েস, স্টার সিনেপ্লেক্স এবং আমেরিকান সেন্টার মিলনায়তনে চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com