শিরোনাম: |
সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠকে
দলনিরপেক্ষ ও যোগ্যব্যক্তিদের নিয়ে ইসি গঠনের পরামর্শ
|
![]() আগামীকাল ১ ফেব্রুয়ারি আরও ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি। তাছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর নাম জমা দেয়ার সময় বেড়েছে চার ঘণ্টা। সার্চ কমিটিকে কিছু পদ্ধতিগত বিষয়ে পরামর্শ দিয়েছি: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আমাদের সঙ্গে কিছু পদ্ধতিগত বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। আমরা সে বিষয়ে পরামর্শ দিয়েছি। তিনি বলেন, জনগণ কোন ধরনের ব্যক্তিদের নির্বাচন কমিশনে দেখতে চায় তার একটি ধারণা নিতেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির এই বৈঠক। নির্বাচন কমিশন নিয়ে আস্থার সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আস্থার সঙ্কটটি বিভাজিত। আর নির্বাচন কমিশন নির্বাচন ভণ্ডুল করে না। নির্বাচন ভণ্ডুলের জন্য রাজনৈতিক দলগুলো এবং জনগণের দৃঢ়তা না থাকা দায়ী। তিনি আরও বলেন, নির্বাচনকে অস্বচ্ছ ও বানচাল করার জন্য শুধু নির্বাচন কমিশন দায়ী থাকে না। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার একমত পোষণ করে বলেছেন, আমরা সার্চ কমিটিকে বলেছি, নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের রাষ্ট্রপতিকে সুপারিশ দেয়ার জন্য। এ জন্য দুই মাস দেরি করে নির্বাচন কমিশন গঠন হলেও তেমন কোনো ক্ষতি হবে না। বৈঠক শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যোগ্য এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটিকে পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, অপেক্ষাকৃত ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছি। আমরা আশাকরি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা যাবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, প্রয়োজনে দুই মাস সময় নিয়ে আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। নাম দেয়ার সময় বাড়লো চার ঘণ্টা : নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর নাম জমা দেয়ার সময় বেড়েছে চার ঘণ্টা। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দল আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত পাঁচজন করে নাম প্রস্তাব করতে পারবে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার মধ্যে এই নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে জমা দিতে চিঠি পাঠানো হয়েছিল দলগুলোকে। গতকাল সোমবার বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে ১২ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সময় বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নাম জমা দেয়ার সময় চার ঘণ্টা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিতে পারবে। বৈঠকে অংশ নেয়া ১২ বিশিষ্ট নাগরিকের অন্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এসএমএ ফায়েজ, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যন অধ্যাপক একে আজাদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী বদিউল আলম মজুমদার ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা। সার্চ কমিটি সদস্যরা হলেন : কমিটির আহ্বায়ক আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। ১ ফেব্রুয়ারি আরও ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসবে সার্চ কমিটি: সত্, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আগামী ১ ফেব্রুয়ারি সার্চ কমিটি আরও ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংকালে এই তথ্য জানান, আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে পাঁচ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশিষ্ট এই পাঁচ ব্যক্তি হলেন- প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আব্দুর রশিদ। এর আগে, শনিবার সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জেই সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনার সময় ও তালিকা চূড়ান্ত করা হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশনের জন্য পাঁচটি করে নামের প্রস্তাব চাওয়ার সিদ্ধান্ত হয়। তার আগে, গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার এই সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এই কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, নির্ধারিত ১০ কার্যদিবস, অর্থাত্ ৮ ফেব্রুয়ারির মধ্যেই সার্চ কমিটির সব কার্যক্রম শেষ করে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন কমিশন পাওয়া যাবে বলে তারা আশা করছেন। |