শিরোনাম: |
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জাতিসংঘের
|
![]() নিরাপত্তা পরিষদ তাদের অনুরোধে সাড়া দেয়ার সন্তোষ প্রকাশ করেছে জাপান। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া দেখার জন্য উসকানিমূলকভাবে উত্তর কোরিয়া এই পরীক্ষা চালিয়েছে। ‘স্পষ্টত উত্তর কোরিয়া একটি বড়, বড় সমস্যা। দৃঢ়ভাবে এই সমস্যার মোকাবিলা করা হবে,’ সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো প্রতিক্রিয়ায় বলেছেন ট্রাম্প। চীন জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে; রাশিয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা না বাড়নোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। |