শিরোনাম: |
তুঙ্গে আছেন ফজলুর রহমান বাবু
|
![]() এতগুলো চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এই চলচ্চিত্রগুলো যারা তৈরি করছেন তারা সবাই মিডিয়ার মানুষ। আমি এসব স্বাধীন চলচ্চিত্রেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। হয়তো এর মধ্যে কোনটা দর্শক কম দেখবে বা কোনটা বেশি। কিন্তু এখানে কাজ করে যে আনন্দ পাচ্ছি তা আর কোথাও পাইনা। কারণ আমি মুল ধারার চলচ্চিত্রে অভিনয় করিনি। বাবু জানান, অলসপুর, ঝামেলা আনলিমিটেড, আমাদের হাটখোলা, অষ্টধাতু, মজনু একজন পাগল নহে প্রচার হচ্ছে। এছাড়া একুশের একটি খন্ড নাটকে কাজ করছেন তিনি। সামনে ঈদের জন্য খণ্ড নাটকের জন্য তাকে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানালেন তিনি। উল্লেখ্য, এই পাঁচ চলচ্চিত্রের শুটিং শেষ। খুব শিগগির একে একে মুক্তি পাবে এইসব সিনেমা। বাবু কয়েকটি চলচ্চিত্রের জন্য গানও গেয়েছেন। সবকিছু নিয়ে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থানে আছেন এই তারকা শিল্পী। |