শিরোনাম: |
বগুড়ার সান্তাহারে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন
- আমার চাওয়া-পাওয়া আর হারাবার কিছু নেই, জনগণের খেদমত করে মরতে চাই
- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ পেট ভরে খাবার পায়
- বিএনপি ক্ষমতায় আসলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে
|
![]() আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মৃধার সভাপতিত্বে জনসভায় সভায় আরও বক্তৃতা করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুদ স্বপন, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, আবদুল মান্নান, এমপি, হাবিবুর রহমান, এমপি, শহীদুজ্জামান সরকার, এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও পিছিয়ে যেতে পারে- আশঙ্কা ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমি শুধু এটুকুই বলব, নৌকা যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষ কিছু পায়। আর ধানের শীষ যখন ক্ষমতায় আসে তখন ধানে চিটা ধরে যায় এবং দেশে খাদ্যাভাব দেখা দেয়। দেশে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী শান্তাহারে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় প্রায় ২৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার টন খাদ্যশস্য ধারণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ সৌরশক্তি চালিত ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক মাল্টিস্টোরিড ওয়্যারহাউস (সাইলো) উদ্বোধন করেন। |