বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
এবার বাংলাদেশে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮
Published : Wednesday, 12 April, 2017 at 6:00 AM, Count : 155

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিকভাবে আগামীকাল মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় ছবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর অষ্টম সিক্যুয়েল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, একদিন আগেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে অর্থাত্ ১৩ এপ্রিল থেকে ছবিটি দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে ছবিতে আগের মতোই থাকছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন মূল খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে খলচরিত্রই থাকে মূল আকর্ষণ সর্বশেষ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম এবারই প্রথম খলচরিত্রে এসেছেন শার্লিজ থেরন বার্লিনে ছবির প্রিমিয়ারে তিনি বলেন, খল চরিত্রে অভিনয় করাটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল অভিনয় জীবনের ১৬ বছরের অভিজ্ঞতাকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে নিজেকে আগের সিরিজগুলোর চেয়ে আরও বেশি স্ট্যান্ট দৃশ্যে ভরপুর এবারের পর্ব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মানেই জমজমাট গতির লড়াই শত্রুদের নিধন আর বন্ধুদের বাঁচানোর লড়াই ঘিরেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর গল্প আবর্তিত হয় এবারের ছবিটিও এর ব্যতিক্রম নয় তবে পর্বের কাহিনীতে রয়েছে কিছু নতুন চমক

প্রসঙ্গ, দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস নামে সিরিজের যাত্রা শুরু ২০০১ সালে আর অষ্টম পর্ব নির্মাণের ঘোষণাটি আসে মার্চ ২০১৫-তে জিমি কিমেল লাইভে উপস্থিত হয়ে ডিজেল ঘোষণাটি দেন ফিউরিয়াস নির্মাণের প্রস্তুতি শুরু হয় ফিউরিয়াস--এর রিলিজের পরপরই, যখন প্রযোজক নিয়েল এইচ মর্টিজ ডিজেল এবং মরগানকে স্বাক্ষর করান

লোকেশন হিসেবে বেছে নেয়া হয় মেভাটন, হাভানা, আটলান্টা, ক্লিভলেন্ড এবং নিউইয়র্ক সিটিকে নিয়ে ষষ্ঠবারের মতো এই ছবির স্ক্রিপ্ট লিখলেন ক্রিস মরগান আর প্রযোজক হিসেবে নিয়েল এইচ মর্টিজের ফিরে আসার ছবি ছবির মিউজিক কম্পোজিশনে আছেন ব্রায়ান টাইলার যিনি তৃতীয়



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com