বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
ক্ষুদে গানরাজ বিজয়ী অংকন
Published : Saturday, 6 May, 2017 at 6:00 AM, Count : 519

বিনোদন প্রতিবেদক : আনন্দে অভিভূত, আপ্লুত ক্ষুদে গানরাজ বিজয়ী রবিশালের অংকন প্রতিক্রিয়ায় জানাল ছোট্ট আবদার ‘আমার জন্য সবাই দোয়া করবেন, গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।’ মোহনীয় একরাতে সেই কণ্ঠে সুর ও লয়ের ঢেউয়ের ঝড় তুলে শুধু তিন বিচারক নয়, দেশে-বিদেশে কোটি মানুষের হূদয় কেড়ে নিয়েছে অংকন। পুরস্কার হিসেবে সে জিতে নিলো চ্যানেল আই ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসরের সেরা খেতাব। মাথায় ঝলমলে মুকুট পরিয়ে দেওয়ার পাশাপাশি তার হাতে দেয়া হয় পুরস্কারের অর্থমূল্য চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে পাঁচ লাখ টাকার চেক।
সেই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রিনলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিত্সাসেবার সনদ। সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দকে স্মরণ করার মধ্য দিয়ে শুক্রবার রাত ৮টায় শুরু ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন সন্ধানের অনুষ্ঠান।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জি। গান পরিরেবশনের পাশাপাশি তিনি সব শ্রোতা-দর্শককে শুভেচ্ছা জানান এবং এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যালেন আইকে ধন্যবাদ জানান। এ আসরটি বসেছিল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুরগাঁওয়ের ঐক্য।
পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় তিন লাখ টাকা, শরীফ কিচেন স্টারের সৌজন্যে। দ্বিতীয় রানার আপ হয়েছে চট্টগ্রামের ঐশি। তার হাতে তুলে দেয়া হয় চ্যানেল আই ও ডিয়ন চকলেটের সৌজন্যে নগদ ২ লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিত্সাসেবার সুযোগ। অপর ফাইনালিস্ট প্রান্ত, অংকন, ঐক্য, ঐশি, তিলোত্তমা, অথি ও ঈশিকা। বিশেষ পুরস্কার পেয়েছে সেরা সাতের একজন তিলোত্তমা। ক্ষুদে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার ও মুকিত মজুমদার বাবু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম রজ্জব শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি বিচারক ভারতীয় কণ্ঠশিল্পী মিতালী মুখার্জী, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও ব্যান্ডতারকা এসআই টুটুল। প্রতিযোগীদের চূড়ান্ত পরীক্ষা পর্বে সেরা সাত ক্ষুদেশিল্পীর একক পরিবেশনা ছাড়াও দ্বৈত সঙ্গীত পরিবেশনায় ক্ষুদেদের সঙ্গে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন শফি মণ্ডল, মেহের আফরোজ শাওন, শফিক তুহিন, আঁখি আলমগীর, সেরাকণ্ঠ শারমিন, আশিক ও ইমরান।
মহা উত্সব অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিত্। তাদের গানে সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নেন এক ঝাঁক নৃত্য শিল্পী। আরও ছিল তানজিলের পরিচালনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির দলীয় পরিবেশনা। ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের মহা উত্সবে পরিচয় করিয়ে দেয়া হয় এবারের ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ এর প্রধান বিচারক মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত্ ও উপস্থাপক মারিয়া নূরকে। তাদের পরিচয় পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com