শিরোনাম: |
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাস
|
![]() কিন্তু গত সপ্তাহে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা ফ্রেঞ্চ আউটফিটটির কাছ থেকে তেমন কোন বাস্তবসম্মত হুমকির মুখে পড়েনি জুভেন্টাস। ২০১৫ সালের রানার্সআপ জুভেন্টাস এই নিয়ে নবমবারের মত ইউরোপের সর্বোচ্চ লিগ আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। আর তারই ধারাবাহিকতায় আগামী ৩ জুন কার্ডিফের ফাইনালে অ্যাথলেটিকো কিংবা রিয়াল যে কোনো একটি স্প্যানিশ ক্লাবের মুখোমুখি হবার আগে মাসিমিলিয়ানো আলেগ্রির দল বাড়তি অনুপ্রেরণা পেতেই পারে। প্রথম লেগের লাইনআপ থেকে একটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন আলেগ্রি। কিন্তু বহিষ্কারাদেশ কাটিয়ে দলে ফেরা জার্মান মিডফিল্ডার সামি খেদিরা মাত্র ১০ মিনিটের মধ্যেই পেশীর ইনজুরির কারনে মাঠ ছাড়তে বাধ্য হন। তার স্থানে খেলতে নামেন ক্লডিও মারসিজিও। এদিকে অনুশীলনে ইনজুরিতে পড়া নাবিল ডিরার স্থানে বেঞ্জামিন মেনডির ওপরেই আস্থা রেখেছিলেন কোচ লিওনার্দো জারদিম। জুভেন্টাসের ৩-৫-২ ফর্মেশনের বিপরীতে লড়াই করতেই মেনডির অন্তর্ভুক্তি। এর ফলও ম্যাচের শুরু থেকেই পাওয়া শুরু করে মোনাকো। পাঁচ মিনিটে এমবাপের শট বুফনের পাশ কাটিয়ে অল্পের জন্য বাইরে চলে যায়। যদিও অফসাইডের পতাকা আগেই উঁচিয়ে ধরেছিলেন সাইড লাইন রেফারী। স্বাগতিক দর্শকদের অবশ্য উল্লাস করতে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এই সময়ের মধ্যে অবশ্য সফরকারীদের দর্শক বানিয়ে একের পর এক আক্রমন চালিয়েছে জুভেন্টাসই। মোনাকো গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচকে একা পেয়ে পাওলো ডিবালা ও তার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন তা কাজে লাগাতে পারেননি। মানজুকিচও প্রায় একই ধরনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুবাসিচের রক্ষার পরে আবারও ডিবালার শট শেষ মুহূর্তে বাইরে পাঠিয়ে দেন আন্দ্রে রাগি। তবে ৩৩ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। বুফনের থ্রো থেকে ডিবালা বল বাড়িয়ে দেন ডানি আলভেসকে। ডান দিক থেকে আলভেসের ক্রসে মানজুকিচের শট আবারও সুবাসিচ আটকে দিলে ফিরতে বলে ক্রোয়েশিয়ান তারকা বল জালে জড়ান। এক গোলে পিছিয়ে থেকে মোনাকোর তরুণ দলটির শারীরিক ভাষায় পরিশ্রান্ত ভাব ধরা পড়ে। সেই সুযোগে বিরতির ঠিক আগে আলভেসের জোড়ালো ভলি মোনাকো গোলরক্ষকের জন্য একটি বেশিই কঠিন ছিল। বিরতির আগেই দুই গোলে পিছিয়ে থেকে অনেকটাই ম্যাচ ছেড়ে দেয় মোনাকো। তবে ৬৯ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার হুয়াও মোটিনহোর সহায়তায় এমবাপের গোলই শেষ পর্যন্ত মোনাকোর একমাত্র অর্জন হয়ে থাকলো। |