শিরোনাম: |
ফারহানা নিশো প্রসঙ্গে সানী...
|
![]() গতকাল বৃহস্পতিবার সকালে এ নায়ক লেখেন, ‘মানুষ বড়, মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোন মানুষের সাথে আমাদের ছবি এবং সেলফি থাকতে পারে। আমরা জানি না কে কী। আমার স্ত্রী একজন অভিনেত্রী, তারসঙ্গেও ছবি থাকতে পারে। সে কিন্তু জানে না কে যৌনকর্মী কে ধর্ষণকারী কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর। আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণির ভক্ত থাকতে পারে। তাহলে একটা সেলফির কারণে ফারহানা নিশোর চাকরি যাবে কেন এবং তার দোষ হবে কেন।’ ওমর সানী লেখেন, ‘খুব কাছ থেকে নিশোকে দেখেছি ইটিভি চ্যানেলের প্রতি তার টান। ব্যক্তিগত কারণে ইটিভির অনুষ্ঠান করা ছেড়ে দিয়েছিলাম। ফারহানার কারণে আমি আর মৌসুমী গিয়েছিলাম।’ এ নায়ক সবশেষে লেখেন, ‘ও একটি কথা, ব্যক্তিগত দোষের কারণে যদি চাকরি যায় তাহলে আমার বলার কিছু নাই। সেলফির কারণে যদি দোষ দেন, তাহলে এ রকম দোষে আমরা অনেক শিল্পীরাই দোষী। নিজেকে প্রশ্ন করুন। আপনি কি ধোয়া তুলসী পাতা? বি.দ্র. প্রতিটা ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক বিচার চাই।’ |