মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
পরীর ক্যারিয়ারের প্রথম
Published : Monday, 10 July, 2017 at 6:00 AM, Count : 326

বিনোদন প্রতিবেদক : ২০১৪ সালে অপূর্ব রানা পরীমনিকে নিয়ে ‘ইনোসেন্ট লাভ’ নামে একটি ছবির কাজ শুরু করেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জেফ। ছবিটির কাজ গত বছর শেষ হলেও মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরীমনিকে। অবশেষে ছবিটি সেন্সরে যাচ্ছে বলে জানিয়েছেন ছবির পরিচালক অপূর্ব রানা।
ছবিটি নিয়ে তিনি বলেন, দারুণ গল্পের একটি ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতাসহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে। তবে এখন চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়িয়েছে। ছবির সম্পাদনাসহ অনান্য কাজ শেষ। কয়েক দিনের মধ্যে এটি সেন্সরে যাবে। আর শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে ছবির অভিনেত্রী পরীমনি বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথম দিকের ছবি। এতে আমার চরিত্রের নাম থাকছে পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। ভার্সিটিতে পড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অবশেষে আমার অপেক্ষার অবসান হচ্ছে। ছবিটি এবার প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন।
ছবির প্রযোজক রমিজ উদ্দিন বলেন, চলচ্চিত্রের বাজার অনেকদিন ধরেই মন্দা যাচ্ছিল। তাই ছবিটি মুক্তির বিষয়ে নিশ্চিত ছিলাম না। তাই এটি মুক্তির জন্য মনস্থির করেছি।
চলতি সপ্তাহে সেন্সরে যাবার পরই মুক্তির তারিখ ঘোষণা করতে চাই। জাহিন চলচ্চিত্রের ব্যানারে এ ছবিটি মুক্তি দেয়া হবে আর পরিবেশনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। পরী ও জেফের বাইরে এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ। এদিকে, পরীমনি ঈদের আগে ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। এছাড়াও তার অভিনীত ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’,‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com