শুক্রবার ১৬ মে ২০২৫ ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ফিরবেন ববিতা তবে সুদিনের আপেক্ষায়
Published : Tuesday, 1 August, 2017 at 6:00 AM, Count : 295

বিনোদন প্রতিবেদক : ঢালিউড ফিল্ম ইন্ডাস্টিতে বর্তমানে চলছে কাদা ছোড়াছুড়ি, রেষারেষি ও একের দোষ অন্যের ঘাড়ে চাপানোর প্রতিযোগিতা। পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদেরও নেই কাজের প্রতি তেমন কোনো ভালোবাসা।
এই অবস্থার অবসান হলে আবারও নিয়মিত হবেন বলে জানিয়েছেন ৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী নায়িকা ববিতা।
ববিতা বলেন, একজন শিল্পীর জীবনে গুডবাই বলে কোনো শব্দ নেই।
শিল্পী মৃত্যুর পূর্ব পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। আমি দারুণভাবে আশাবাদী, আমাদের চলচ্চিত্রে অবশ্যই সুদিন ফিরে আসবে।
সেইদিনের জন্যই অপেক্ষা করছি। কাজের পরিবেশ তৈরি হলে এবং ভালো গল্প পেলে আবারও অভিনয় শুরু করব।
চলতি বছর থেকে প্রবর্তন করেছে ওকে ওয়ার্ল্ড-চ্যানেল আই গোল্ড অ্যাওয়ার্ড। অসাধারণত্বের সম্মাননা।
এ বছর পুরস্কৃত করা হয়েছে ববিতাকে। জানালেন, জীবনে অনেক পুরস্কার পেয়েছি।
কিন্তু জীবনের এ সময়ে এসে এমন পুরস্কারে মনের ভেতর কত যে ভালো লাগার সৃষ্টি করেছে তা সত্যিই ভাষায় প্রকাশের নয়।
প্রসঙ্গত, ববিতার আসল নাম ফরিদা আক্তার পপি।
১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্ম তার।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও বেশ পরিচিত তিনি।
প্রখ্যাত চলচ্চিত্রকর জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে রুপালী পর্দায় আগমন ববিতার। এর পর সত্যজিত্ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।
অভিনয়ে অসাধারণ দক্ষতার জন্য পরপর তিনবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জেতেন ববিতা।
জিতেছেন সেরা অভিনেত্রী হিসেবে বাসাস পুরস্কার। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে আজীবন সম্মাননা পুরস্কারও পান ববিতা। ক্যারিয়ারে তিনি ২৫০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com