শিরোনাম: |
জিন পিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
|
![]() যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারেও শি জিনপিংয়ের গুণগান গেয়েছেন ট্রাম্প। সরাসরি না হলেও একটু ঘুরিয়ে তিনি বলেছেন, ‘কেউ কেউ তাকে (জিনপিং) চীনের বাদশা বলতে পারেন।’ চীনা কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেস থেকে আরো পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট ও দলীয় প্রধানের দায়িত্ব নিশ্চিত করেছেন জিনপিং। তবে তার উত্তরসূরি হিসেবে কারো নাম সামনে আসেনি। প্রতি পাঁচ বছর অন্তর হওয়া কংগ্রেস থেকে প্রেসিডেন্টের এক বা একাধিক উত্তরসূরির নাম ঘোষণা করা হয়। কিন্তু এবার তা হয়নি। বিষয়টিকে জিনপিংয়ের ক্ষমতা আরো পাকাপোক্ত হওয়ার শামিল বলে মনে করা হচ্ছে। তবে তার এ উত্থানে যারপরণায়ই খুশি ট্রাম্প। নভেম্বর মাসে এশিয়া সফরের অংশ হিসেবে চীনে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গত জুলাই মাসে জি-২০ শীর্ষ সম্মেলনে বৈঠক করেন তারা। টেলিফোন আলাপে জিনপিংকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতা উত্তর কোরিয়া ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে এক টুইটে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্র-চীনের ভবিষ্যত্ সম্পর্ক উন্নয়নে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জিনপিং। ফক্স বিসনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাত্কারে জিনপিংকে ‘খুবই ভালো মানুষ’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তার সঙ্গে আমার ‘সম্পর্ক খুবই ভালো’। চীনে সাধারণত যেমনটি হয় না, জিন পিংয়ের তেমন উত্থানের জন্য তাকে ‘শক্তিধর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ‘লোকজন বলে, প্রেসিডেন্ট-প্রেসিডেন্ট সম্পর্কের দিক থেকে আমাদের দুজনের সম্পর্ক সবচেয়ে ভালো, কারণ তাকেও প্রেসিডেন্ট বলা হয়। কেউ কেউ তাকে চীনের বাদশা বলতে পারেন। কিন্তু তাকে প্রেসিডেন্ট বলা হয়।’ যুক্তরাষ্ট্রের পর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী অর্থনীতির দেশ এবং বিশ্বে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার তারা। |