শিরোনাম: |
বিয়ে করলেন তাসকিন
|
![]() গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে।’ সাদামাটাভাবে বিয়েটা হলেও সামনে জমকালো আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাসকিনের বাবা, ‘আপাতত কাছের মানুষজন ছাড়া কাউকে জানানো হয়নি। সামনে সময় বের করে অনেক বড় অনুষ্ঠান করা হবে।’ তাসকিনের শুভদিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার বাবা, ‘আমার ছেলে আজ নতুন জীবন শুরু করেছে। সবাই তাসকিনের জন্য দোয়া করবেন।’ দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকার পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন গতিতারকা। বিয়ে হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে। তাসকিনের স্ত্রী রাবেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। জাতীয় দলের পেস সেনসেশনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে। বিয়েতে সতীর্থদের দাওয়াত করলেও আসন্ন বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশির ভাগই উপস্থিত হতে পারেনি। তবে পরিবার নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও তামিম একা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হলেও এক বছর আগেই ঘরোয়াভাবে আংটি বদল হয় তাদের। |