মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
প্রতিক্রিয়া জানাবেন মেহের আফরোজ শাওন
Published : Wednesday, 1 November, 2017 at 6:00 AM, Count : 325

বিনোদন প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’ বাংলাদেশের ৩৯টি, ভারতের ৩৪টি ও অস্ট্রেলিয়ার ৮টিসহ মোট ৮১টি প্রেক্ষাগৃহে ‘ডুব’ মুক্তি পেয়েছে। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে ছবিটি।
‘ডুব’ ছবিটি নিয়ে এখনও আলোচনা, সমালোচনা ও বিতর্ক চলছেই। 
মুক্তির আগে জোর গুঞ্জন ছিল, এ দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত হয়েছে। 
সে সময় ফারুকী বলছেন, তার এ ছবির সব চরিত্র কাল্পনিক। 
আর নানান ঘটনার বেড়াজালে আটকে পড়ে ছবিটি। 
এরপর গত ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন।
তাতে তিনি শঙ্কা প্রকাশ করেন যে, ‘ডুব’ ছবিটি তার প্রয়াত স্বামী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনীনির্ভর কি-না, তা বিবেচনায় রাখার জন্য। 
এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়। 
আর গত ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ডুব’।
ছবিটি নিয়ে শাওনের প্রতিক্রিয়া কী, তিনি কি ছবিটি দেখেছেন? এসব বিষয়টি নিয়ে গতকাল মেহের আফরোজ শাওন জানান, এখনও ‘ডুব’ দেখেননি তিনি। 
তাই ছবিটি নিয়ে এখনই কোন ধরনের প্রতিক্রিয়া জানাতে চান না।
 আসছে শুক্রবার না হয় শনিবার ছবিটি দেখবেন তিনি। সে সময় তিনি বলেন, ছবিটি না দেখেই আমি এতো প্রতিক্রিয়া পেয়েছি। 
কিংবা যারা ছবিটি দেখেছেন তারা যেভাবে বলছেন...। না দেখেই আমি বুঝতে পারছি বিষয়টা আসলে কী! তবে এই মুহূর্তে আমি কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে পারছি না।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবির সহ-প্রযোজক ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচীসহ আরও অনেকেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com