শিরোনাম: |
নয়া লুকে ধরা দিলেন জ্যোতিকা
|
![]() বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের পরিবর্তে অভিনয়ের নেশা পেয়ে বসে তাকে। সারাহ বেগম কবরীর ‘আয়না’ ছবিতে সুযোগ পান। এরপর থেকে অভিনয়ই তার ধ্যান-জ্ঞান। এবার নয়া লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বেশ গ্ল্যামারাস পোশাক ও সাজে এবার তিনি। কলকাতায় এ ছবিগুলো তুলেছেন তিনি। খানিক খোলামেলা পোশাকে একেবারে অন্যরকম লাগছিলো জ্যোতিকে। এখান থেকে একটি ছবি ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। সবাই এ ছবিগুলো দেখে জ্যোতির এমন নয়া লুকের প্রশংসা করেছেন। অভিনেত্রী নিজেও উপভোগ করছেন বিভিন্ন রকম কমেন্ট। এদিকে বর্তমানে জ্যোতি ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ ছবির শুটিংয়ে কলকাতায় রয়েছেন। কলকাতার এ ছবির কাজ নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন কয়েকদিন ধরে। ছবিতে রাজলক্ষীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করছেন সেখানকার ঋতিক চক্রবর্তী। পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য। এ ছবির কাজ নিয়ে আরও বেশ কিছুদিন টানা ব্যাস্ত থাকবেন বলে জানিয়েছেন জ্যোতি। |