শিরোনাম: |
বাংলাদেশের ছবিতে ভারতের মুমতাজ
|
![]() এই পর্যন্ত হিন্দি ও তেলেগু মিলিয়ে ৩৬টি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। এ ছবির টানা শূটিং হবে ঢাকা ও নরসিংদীর রায়পুরায়। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এই বছর ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত একমাত্র সিনেমা ‘রক্তকরবী’র নায়িকা হচ্ছেন মুমতাজ সরকার। ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবির শূটিং শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, দেবাশীষ কায়সার প্রমুখ। এছাড়া এ ছবিতে ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে। সরকারি অনুদানে তৈরি হবে ছবিটি। |