শিরোনাম: |
চট্টগ্রামে মায়ের পাশে শায়িত হবেন আইয়ুব বাচ্চু
|
![]() সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই রকস্টার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ভক্ত শ্রোতাদের পাশাপাশি সংগীত জগতের অনেকেই ছুটে আসেন হাসপাতালে। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন,শুক্রবার সকাল সাড়ে ১০টায় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। জুমার পর জাতীয় ঈদগাহ ময়দানে হবে তার প্রথম জানাজা। তারপর মরদেহ হিমঘরে রাখা হবে। আইয়ুব বাচ্চুর দুই ছেলেমেয়ে বিদেশ থেকে ফিরলে শনিবার চট্টগ্রামে নেওয়া হবে তার মরদেহ। সেখানে দ্বিতীয় দফা জানাজার পর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। ব্যান্ডদল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। |