শিরোনাম: |
নরসিংদীতে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ বিতরণ
|
![]() বিতরণ কালে জেলা কমান্ড্যান্ট সঙ্গে সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার ছয় উপজেলার তিনশত জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের তালিকা তৈরি করা হয়। ওই তালিকা ধরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচীর মাধ্যমে জেলার তিনশ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। জেলা কমান্ড্যান্ট জানান, বর্তমান সরকারের নির্দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য শুরু থেকেই করোনা ভাইরাস মোকাবেলায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। নরসিংদী জেলা কার্যালয়ে মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যগণ জেলা কমান্ড্যান্ট এর সঙ্গে ও জেলা প্রশাসনের ততত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্টেটদের সাথে মোবাইল কোট করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত দায়িত্বপালন করছে। |