শুক্রবার ১৬ মে ২০২৫ ২ জ্যৈষ্ঠ ১৪৩২
বনি-কৌশানির বিয়ে!
Published : Sunday, 30 October, 2022 at 6:00 AM, Count : 114

বর্তমান ডেস্ক: টালিউডের ‘পারবো না আমি ছাড়তে তোকে’র জুটি বনি-কৌশানি। নিজেদের প্রেমের কথা কোনদিন গোপন রাখেননি তারা। প্রকাশ্যেই পরস্পরকে বলেছেন, ভালোবাসি তোমায়।

রূপালী পর্দায় অসংখ্যবার বিয়ে সেরেছেন দুজনে। প্রকাশ্যে প্রেম করলেও বনি-কৌশানি বিয়ের প্রসঙ্গ বরাবরই এড়িয়ে যান। তবে বাস্তবে কবে বাজবে বিয়ের সানাই, সে বিষয়ে এবার মুখ খুললেন বনি।

নিজের বিয়ের প্ল্যানিং নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে বনি বলেন, এত সিনেমা করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।

বিয়ের তারিখটা কবে, এমন প্রশ্নে বনির বলেন, খুব দেরি হয়তো করবো না। ২০২৪ সালের প্রথমেই আশা করছি বিয়েটা করে ফেলবো।

গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানি। লড়েওছিলেন কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা থেকে। অন্যদিকে, ভোটের আগে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি। পরে অবশ্য দল ছাড়েন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com