শুক্রবার ১৬ মে ২০২৫ ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ভারতেকে হারিয়ে শীর্ষে প্রোটিয়ারা
Published : Monday, 31 October, 2022 at 6:00 AM, Count : 535

বর্তমান ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (৩০ অক্টোবর) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে ভারত।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে কুইন্টন ডি ককের উইকেট হারায় তারা। দলীয় ৩ রানে রাইলি রুশোর উইকেট হারালে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। এরপর দলীয় ২৪ রানে বাভুমার উইকেট হারালে আরও চাপ বাড়ে প্রোটিয়াদের। ১৫ বলে ১০ রান করে আউট হয় বাভুমা। এরপর এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করে ডেভিড মিলার।

চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০০ রানে মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৪১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। মার্করামের বিদায়ের পর ক্রিজে আসেন ট্রিস্তান স্টাবস। স্টাবস ৬ বলে ৬ রান করে আউট হন। জয় থেকে ১২ রান বাকী থাকতে আউট হন তিনি। শেষ দুই ওভারের জয়ের জন্য ১২ রান প্রয়োজন হয়ে প্রোটিয়াদের। ১৯ তম ওভারের প্রথম বলে ৪ মেরে ৪০ বলে নিজের অর্ধশতক পূরন করেন ডেভিড মিলার। এরপরের দুই বল ডট দিলে ৯ বলে ৮ রান প্রয়োজন হয় দক্ষিণ আফ্রিকার।
 
এরপর দুই সিঙ্গেল নিয়ে ওভার শেষ করে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। শেষ ওভারের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে ১ রান নেয় পার্নেল। এরপরের বলে চার মেরে ম্যাচ সমতায় আনেন ডেভিড মিলার। পরের বলেও চার মেরে দলের জয় নিশ্চিত করেন মিলার। মিলার ৬৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে আর্শদিপ সিং নেন ২টি উইকেট। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা। দুইয়ে ভারত আর তিন নম্বরে এখন বাংলাদেশ।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (৩০ অক্টোবর) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে ভারত।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে কুইন্টন ডি ককের উইকেট হারায় তারা। দলীয় ৩ রানে রাইলি রুশোর উইকেট হারালে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। এরপর দলীয় ২৪ রানে বাভুমার উইকেট হারালে আরও চাপ বাড়ে প্রোটিয়াদের। ১৫ বলে ১০ রান করে আউট হয় বাভুমা। এরপর এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করে ডেভিড মিলার।

চতুর্থ উইকেট জুটিতে ৮৬ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০০ রানে মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৪১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। মার্করামের বিদায়ের পর ক্রিজে আসেন ট্রিস্তান স্টাবস। স্টাবস ৬ বলে ৬ রান করে আউট হন। জয় থেকে ১২ রান বাকী থাকতে আউট হন তিনি। শেষ দুই ওভারের জয়ের জন্য ১২ রান প্রয়োজন হয়ে প্রোটিয়াদের। ১৯ তম ওভারের প্রথম বলে ৪ মেরে ৪০ বলে নিজের অর্ধশতক পূরন করেন তিনি। এরপরের দুই বল ডট দিলে ৯ বলে ৮ রান প্রয়োজন হয় দক্ষিণ আফ্রিকার।

এরপর দুই সিঙ্গেল নিয়ে ওভার শেষ কর আফ্রিকা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। শেষ ওভারের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে ১ রান নেয় পার্নেল। এরপরে বলে চার মেরে ম্যাচ সমতায় আনেন ডেভিড মিলার। পরের বলেও চার মেরে দলের জয় নিশ্চিত করে মিলার। মিলার ৬৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে আর্শদিপ সিং নেন ২টি উইকেট। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা। দুইয়ে ভারত আর তিনে নম্বরে এখন বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com