শুক্রবার ১৬ মে ২০২৫ ২ জ্যৈষ্ঠ ১৪৩২
মাশরাফিকে টপকে দুইয়ে সাকিব
Published : Monday, 31 October, 2022 at 6:00 AM, Count : 117

বর্তমান ডেস্ক: ব্রিসবেনের গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়েই এখনও সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে টাইগারদের জন্য।

জিম্বাবুয়ের বিপক্ষে টস করতে নেমেই এক কীর্তি গড়ে ফেলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৮ ম্যাচে। নড়াইল এক্সপ্রেসের অধীনে টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, হেরেছে ১৭টিতে আর পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।

সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৯ ম্যাচে, যার মধ্যে ৯ জয়ের পাশাপাশি পরাজয় ২০টি ম্যাচে।
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। তার অধীনে খেলা ৪৩ ম্যাচের মধ্যে ১৬ জয়ের সঙ্গে ২৬টি ম্যাচে হেরেছে টাইগাররা। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com