শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
মা হওয়ার গল্প
Published : Thursday, 10 November, 2022 at 6:00 AM, Count : 449

বর্তমান ডেস্ক: বলিউড তারকাদের নিয়ে নানা খবর আসে। তবে আজকাল কাজের বাইরে তাদের ব্যক্তিগত জীবনে নিয়েই বেশি চর্চা হয় সোশ্যাল মিডিয়াতে। কেউ প্রেম করে খবরে আসছেন, কেউ বিয়ে করে কিংবা কেউ ডিভোর্স দিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়ছেন। তারকাদের সন্তান জন্ম দেওয়ার বিষয়টিও ভক্ত-অনুরাগী নেটিজিনদের কাছ থেকে আড়ালে থাকে না। কে কখন মা-বাবা হচ্ছেন এসব রোজকার চর্চা। এদিকে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েও অনেক বলিউড তারকা খবরের শিরোনামে থাকছেন।


বিয়ের আগে বলিউড অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়া নতুন কিছু নয়। বলিউডের সিনিয়র অভিনেত্রীদেরও অনেকে বিয়ের আগে মা হয়েছেন। বলিউড অভিনেত্রী শ্রীদেবী হলেন বলিউডের একমাত্র নায়িকা যিনি খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বনি-শ্রীদেবীর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বড় মেয়ে জাহ্নবীর জন্ম হয়। ১৯৯৬ সালে বনি কাপূরের সঙ্গে যখন শ্রীদেবীর বিয়ে হয় তখন তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই হিসেব থেকে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছে ছিলেন, যখন বনির সন্তানের গর্ভধারণ করেন শ্রীদেবী তখনও বনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি।

এদিকে কঙ্কনা সেন শর্মার বেশ কয়েক বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রেমপর্ব চলার পর ২০১০-এ দুজনে বিয়ে করেন। বিয়ের ঠিক পরেই ২০১১ সালের শুরুর দিকে এক পুত্রসন্তানের জন্ম দেন কঙ্কনা। এই থেকে বলিউডে আলোচনা শুরু হয়ে যায়, বিয়ের আগে থেকেই হয়তো অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেতী। তবে এই বিষয়টি কঙ্কনা নিজে কখনও স্বীকার করেননি। সোশ্যাল মিডিয়া এখন সরগম রণবীর-আলিয়ার সন্তান নিয়ে। সোশ্যাল মিডিয়ায় জোর ফিসফিসানি বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন অভিনেত্রী। এই নিয়ে অনেকে যেমন কটাক্ষ করছেন অভিনেত্রীকে, তেমনই অনেকেই প্রশংসাও করছেন আলিয়ার।

বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট। চলতি বছর ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এরপর দেড় মাস যেতে না যেতেই প্রেগন্যান্সির ঘোষণা করে দেন। ২৭ জুন ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানিয়েছিলেন মা হতে চলেছিলেন তিনি। আর ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে এলো ছোট্ট পরী। অঙ্কের হিসাব বলছে বিয়ের দু-মাস আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন তিনি। আলিয়ার আগেও বলিউডের একঝাঁক হিরোইন বিয়ের আগে সন্তান ধারণ করেছেন। যার মধ্যে অন্যতম দিয়া মির্জা।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া। ১ এপ্রিল মা হতে চলার খবর শেয়ার করেন দিয়া। পরবর্তীতে নিজের মুখেই দিয়া জানিয়েছিলেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। জুলাই মাসে দিয়া ঘোষণা করেন দু-মাস আগেই মা হয়েছেন তিনি। সময়ের আগেই জন্ম নিয়েছে তাঁর পুত্র অভ্যান। এদিকে বিয়ের ৬ মাসের মাথায় মেয়ে মেহেরের জন্ম দেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। সে সময় জোর চর্চা হয়েছিল যে নেহা আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৮-র মে মাসে দিল্লির এক গুরুদ্বারে চুপিসারে বিয়ে করেন নেহা ও অঙ্গদ। এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন।

প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও, পরবর্তীতে তাঁরা মেনে নেন বিয়ের আগেই গর্ভবতী ছিলেন নেহা। এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী তথা হার্দিক পান্ডেয়া ঘরণী নাতাশা স্ট্যানকোভিচেরও। ২০২০-র ১ জানুয়ারি দুবাইতেই নাতাশার সঙ্গে আংটি বদল সেরেছিলেন হার্দিক। আর লকডাউনেই লন্ডনে চুপিসারে বিয়ের পর্বও সেরেছেন এই জুটি। মে মাসে সন্তানের আগমন বার্তা জানিয়ে পোস্ট করেছিলেন নাতাশা-হার্দিক। এবং জুলাই মাসেই মা হন নাতাশা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com