বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
মুড়ি দিয়ে মোয়া তৈরির রেসিপি
Published : Thursday, 10 November, 2022 at 6:00 AM, Count : 150

বর্তমান ডেস্ক: বাজারে মুখরোচক চিড়ার মোয়া, মুড়ির মোয়া কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলো খেলে গ্যাস্ট্রিক, পেটে সমস্যা ইত্যাদির ভয় থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের খাবার তৈরি হয় অস্বাস্থ্যকর উপায়ে। তাই ঘরে তৈরি করে খাওয়ার অভ্যাস করাই ভালো। আজ চলুন জেনে নেওয়া যাক ঘরেই মুড়ির মোয়া তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে
মুড়ি- আধা কেজি
গুড়- আধা কেজি
এলাচ- ২টি
দারুচিনি- ২ টুকরা
তেজপাতা- ১টি।

যেভাবে তৈরি করবেন
একটি বড় হাঁড়ি বা প্যানে গুড় ও সামান্য পানি দিয়ে সিরার মতো তৈরি করুন। আধা কেজি গুড়ের জন্য এক কাপের মতো পানি ব্যবহার করতে পারেন। এরপর এতে দারুচিনি, তেজপাতা ও এলাচ দিন। সিরা ঘন হয়ে শুকিয়ে ও আঠালো হয়ে এলে মসলাগুলো তুলে নিন। এবার হাঁড়িটি চুলা থেকে নামিয়ে মুড়ি ঢেলে নেড়েচেড়ে মাখিয়ে নিন। গরম থাকতেই হাতে নিয়ে গোল গোল করে মোয়া তৈরি করে নিন। নয়তো ঠান্ডা হয়ে গেলে মুড়ি ও গুড়ের মণ্ড শক্ত হয়ে যাবে। এবার একটি এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন। এভাবে রাখলে মোয়া দীর্ঘদিন ভালো থাকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com