বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
দিল্লিতেই থাকছেন মুস্তাফিজ
Published : Wednesday, 16 November, 2022 at 6:00 AM, Count : 100

বর্তমান ডেস্ক: আসন্ন আইপিএল মৌসুমেও মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসে। আজ (মঙ্গলবার) বাংলাদেশের কাটার মাস্টারকে ধরে রাখার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। বাঁহাতি এই পেসার বেশ ভালোই পারফর্ম করেন। আট ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৭.৬২ ইকোনমিতে নেন ৮ উইকেট। আজই ছিল আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বিষয়ে জানানোর শেষদিন। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম হবে।

মোস্তাফিজকে ধরে রাখলেও দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, টিম শেইফার্ট, মানদ্বীপ সিং, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারকে।

তবে ধরে রেখেছে অধিনায়ক রিশাভ পান্ত, রভম্যান পাওয়েল, অ্যানরিচ নরকিয়া, লুঙ্গি এনগিদি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com