বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
কাতার বিশ্বকাপে এক গ্লাস পানির দাম কত জানেন?
Published : Wednesday, 16 November, 2022 at 6:00 AM, Count : 295

বর্তমান ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে কাতারের আসরেই বিয়ারের দাম সবচেয়ে বেশি। আধা লিটারের এক গ্লাস বিয়ারের দাম ৫০ কাতারি রিয়াল বা ১৪ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ টাকা। রাশিয়া বিশ্বকাপে একই পরিমাণ বিয়ারের দাম ছিল প্রায় অর্ধেক। গত আসরে আধা লিটারের এক গ্লাস বিয়ারের দাম ছিল ৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৯ টাকা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ আরও জানিয়েছে, অতিরিক্ত বিয়ার খেয়ে কেউ যেন বেসামাল হতে না পারেন, সে জন্য নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। ব্যক্তিপ্রতি সর্বোচ্চ চার গ্লাস বিয়ার সরবরাহ করা হবে।

কাতার বিশ্বকাপে অ্যালকোহলিক বিয়ারের তুলনায় নন-অ্যালকোহলিক বিয়ারের দাম কম। আধা লিটারের এক গ্লাস নন-অ্যালকোহলিক বিয়ারের দাম ৩০ কাতারি রিয়াল বা ৮.২৪ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ টাকা। একই ওজনের এক গ্লাস পানির দাম ১০ কাতারি রিয়াল বা ২.৭৫ ডলার। অর্থাৎ কাতার বিশ্বকাপে এক গ্লাস পানি খেতে প্রায় ২৮৩ টাকা খরচ করতে হবে। সংশ্লিষ্ট সূত্র মারফত কাল রাতে এই দাম নিশ্চিত করেছে ‘গ্লোবো’। প্রতম আলো

কাতারে অফিশিয়ালি ৬৫.৫ শতাংশ নাগরিক ইসলাম ধর্মের। সেখানে পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ। গ্লোবো জানিয়েছে, অন্য সব বিশ্বকাপের মতো এবার স্টেডিয়ামের ভেতরে বিয়ার পান করা যাবে না। গ্যালারিতে বিয়ার পান করা নিষিদ্ধ। তবে কেবিনে করা যাবে। সাধারণ দর্শকেরা স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের আওতাধীন এলাকার মধ্যেই বিয়ার কিনতে পারবেন।

বিশ্বকাপে প্রতি ম্যাচের তিন ঘণ্টা আগে সাধারণ দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে। তখন থেকেই বিয়ার কিনতে পারবেন দর্শকেরা। উদ্ধোধনী অনুষ্ঠান এবং ফাইনালে চার ঘণ্টা আগেও গেট খোলা হতে পারে। তবে কিক অফের ৪০ মিনিট আগে বিয়ার ও অন্যান্য খাবার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। ম্যাচ শেষে আবার বিয়ার বিক্রি শুরু হবে এক ঘণ্টার জন্য।

কাতার বিশ্বকাপে বিয়ারের যে দাম, তা ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি বিয়ারের চেয়েও বেশি। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৪৭৩ মিলিলিটার বিয়ারের দাম ৬.৩৫ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭৬ টাকা। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সমপরিমাণ ওজনের বিয়ারের দাম ৩ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৬ টাকা। রিপোর্ট: আল আমিন হোসেন



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : news.bartoman@gmail.com, bartamandhaka@gmail.com