শিরোনাম: |
যাদেরকে হারালেন তারাই চ্যাম্পিয়ন হবে বললেন সৌদি কোচ
|
![]() যাদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সৌদি আরব তারাই চ্যাম্পিয়ন হবে এমন মন্তব্য করেছেন খোদ সৌদি কোচ হার্ভে রেনার্ড। নিজেদের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনা দলকে। ফুটবলে যে কোন কিছু হতে পারে এমন মন্তব্য করেছেন সৌদির এই ফরাসি কোচ। সৌদির জয়ের কারণ জিজ্ঞাসা করা হলে আকাশের দিকে দেখিয়ে বলেন, 'তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।' তারারা কি আর্জেন্টিনার পক্ষে কাজ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন এবং তাদের দলে ভালো মানের খেলোয়াড় রয়েছে।' আর্জেন্টিনা কতদূর যাবে এমন প্রশ্নের জবাবে সে বলেন, 'আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, এমনকি মেসিরা বিশ্বকাপটাও জিতে যাবে।' |